etcnews
ঢাকাSaturday , 30 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

সেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

etcnews
March 30, 2024 4:52 am
Link Copied!

মো: গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টীম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে একই মামলায় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার কে গ্রেফতার করা হয়।

গত ০৭ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ীর সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কে তার নিজ বাড়ি থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।