etcnews
ঢাকাFriday , 29 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় মহাসড়কের পাশে ময়লার ভাগার, দুর্ভোগে পথচারীসহ ব্যবসায়ীরা

etcnews
March 29, 2024 6:09 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কে ব্যারাক অফিসের সামনে ময়লা-আবর্জনা রাখার কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের। এ সড়কের সাথে বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস স্টেশন, সহকারী পুলিশ সুপারের কার্যালয়সহ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষার্থীসহ প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে এখান থেকে। অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর প্রতিকার কামনা করেছেন।

আবুল কালাম নামে এক পথচারী বলেন, সড়কের দু’পাশে ময়লা-আবর্জনা রাখার কারণে তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্যাবসায়ী মো আবদুর রহমান বলেন বলেন, সড়কের পাশে ময়লা-আবর্জনা রাখা এটা মোটেও কাম্য নয়, দুর্গন্ধের জন্য দোকানে বসতে পারি না, নির্ধারিত ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্পট থাকলেও এই সমস্যার সমাধান হচ্ছে না।

ভুক্তভোগী চায়না গার্ডেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেন, বাজারের পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন বাসা বাড়ি ও বাজারের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভ্যানের মাধ্যমে এনে সড়কের পাশে রাখে। এ কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হুমায়ুন কবির বলেন, পৌরসভার আলাদা ডাম্পিং এরিয়া আছে। পৌরসভার ময়লা-আবর্জনা ডাম্পিং এরিয়ায় ফালানো হয়। মহা সড়কের পাশে ময়লা-আবর্জনা কারা ফেলছে বিষয়টি জেনে ব্যাবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।