জগদীশ মন্ডল, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পিতা, সাবেক মন্ত্রী, ’৭৫ সালের ১৫আগস্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের ১০৪তম জন্ম দিন উপলক্ষে ।
১৮ রমজান শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের আয়োজনে, মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া—মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক এর পরিচালনায় দোয়া—মিলাদে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামীলীগ শ্রমিকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
প্রসংগত, ২৮ মার্চ শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের ১০৪তম জন্মদিন পালনেও বিস্তারিত কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।