বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা) প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী নহাটা কালীবাড়ী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ৩৩-তম বার্ষিকী-৩২প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।বৃহস্পতিবার রাতে মঙ্গলঘট স্থাপন,প্রদীপ প্রজ্বলন,শ্রীমদ্ভাগবত,ও পবিত্র গীতাপাঠ এর মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাসের সূচনা ঘটে।২-এপ্রিল মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপনান্তে কুঞ্জভঙ্গ,নগর কীর্তন,মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।২৮ মার্চ রাতে মহানাম যজ্ঞানুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন নহাটা কেন্দ্রীয় শ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষ।এসময় উপস্থিত ছিলেন নহাটা কেন্দ্রীয় শ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাসসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।এবার দেশের বিভিন্ন এলাকা থেকে-৯টি দল মহানাম পরিবেশনায় রয়েছে।এ উপলক্ষে নহাটা শ্মশান কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দোকান পাঠের পসরা বসেছে। এছাড়া প্রতিদিন সনাতন ধর্মের নারী ও পুরুষেরা মহানাম শ্রবণ করতে ভিড় করছে।