শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড কালবিলা গ্রামের মোঃ শাজাহান রাঢীর ছেলে মোঃ এনায়েত রাঢী(৩৪)কে ২৭ মার্চ রোজ বুধবার উজিরপুর উপজেলা মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ জাফর আহম্মেদ এর দিক নির্দেশনায় মডেল থানার চৌকস পুলিশের এএসআই আল-মামুন ও সঙ্গীয় পুলিশ ফোর্সের মাধ্যমে গভীর রাতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মামলা নং২২৪/১০ জি আর নং- ৩০৯/০৯ উজিরপুর। ধারা ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২৩ এর ৯(১)।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোঃ এনায়েত রাঢীকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হইতে গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার বরাতে ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে এনায়েত রাঢী উপজেলার এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ওই নারী মডেল থানায় তাকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।মামলার ভিত্তিতে বরিশাল আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড রায় ঘোষনা করেন।গ্রেফতার কৃত পালাতক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী এনায়েত রাঢীকে জেল- হাজতে প্রেরন করেন।