কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) কর্তৃক আয়োজিত কোনাবাড়ী শাখায় ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে রোগীকে চশমা বিতরণ করা হয়েছে। বুধবার( ২৭মার্চ) দিনব্যাপী পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) কর্তৃক আয়োজিত কোনাবাড়ী শাখায় ফ্রি চিকিৎসা সেবা চক্ষু ,গাইনি ও প্রসূতি, মেডিসিন ও পাওয়ার চশমা বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ নাসরিন আক্তার,( পিএমকে) শাখার ব্যবস্থাপক মোঃ সাইদুজ্জামান জোনাল, হিসাবরক্ষক আবু সাঈদ ও শাখা হিসাব রক্ষক মোছাঃ কামরুন নাহার।
এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,সরকারি প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ নাসরিন আক্তার, তিনি বলেন আমরা প্রতিটি শাখায় দুই দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা, ঔষধ, পাওয়ার চশমা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ প্রথম দিনে ৫০০ এর অধিক অসহায় রোগীদের বিনামূল্যে বিতরণ করা হয়। তিনি আরো বলেন আমাদের প্রতিষ্ঠানের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সারা বাংলাদেশে আমাদের প্রতিটি শাখায় এই কার্যক্রম পালিত হচ্ছে।