etcnews
ঢাকাWednesday , 27 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

etcnews
March 27, 2024 5:53 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।২৬ মার্চ সকাল ৭:০০ টায় নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক,মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার),সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির প্রমূখ।সকাল ৮.০০ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক, মাগুরা এর সাথে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার, মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ শামীম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম.আবুল ফাত্তাহ,মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু নাসির বাবলু প্রমূখ। এ সময় অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল দলের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সকাল ১০.৩০ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।পরে দুপুর ২ টায় একই স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড,মাগুরা জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, সভাপতি, জেলা আওয়ামী লীগ,চেয়ারম্যান,উপজেলা পরিষদ, মাগুরা সদর, মাগুরা,মেয়র,মাগুরা পৌরসভা,প্রমূখ।
বিকাল ৫.০০ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও মাগুরা জেলা লেডিস ক্লাব ও মাগুরা মহিলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে সরকারি শিশু পরিবার (বালিকা) এ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।কাবেরী মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।উক্ত অনুষ্ঠানমালায় প্রদত্ত ভাষণে জেলা প্রশাসক, মাগুরা বলেন যে,স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি বাঙালির মুক্তির পথপ্রদর্শক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগ ও অবিচল দেশপ্রেম আমাদের এই দেশমাতৃকা উপহার দিয়েছে।
মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনায় প্রোজ্জ্বল শিখার মত চির ভাস্বর। তিনি আরও বলেন,আজকের দিনে আমাদের প্রত্যয় হবে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের কাংখিত কল্যাণ নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। দেশের সার্বিক উন্নয়নে আমাদের উন্নয়ন সহযাত্রী হিসেবে পাশে থাকলে নিশ্চয়ই আমরা মাগুরাকে একটি স্মার্ট জেলায় পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এবং একই অগ্রযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।