কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৩টায় মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী সুমাইয়া ফাহিমুন এমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা, সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ার বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নমিতা রানী, শিক্ষিকা নমিতা রানী দত্ত, উপজেলা তথ্য আপা ইসরাত জাহান প্রমুখ।
এই সময়ে উপস্থিত নারীরা বেলুন খেলা, মোমবাতি জ্বালানো, চামচ দৌড় খেলায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত সকলকে সৌজন্য উপহার দেওয়া হয়।