মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবসে সকল সরকারি বেসরকারি দপ্তর, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ভবনে সূর্যোদয়েরর সাথ সাথে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পায়রা সেতুর টোলপ্লাজায় জাংতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বরিশাল-পটুয়াখালী- কুয়াকাটা সড়কের লেবুখালীতে দৃষ্টিনন্দন পায়রা সেতুর টোলপ্লাজার প্রশাসনিক দপ্তর সামনের ফ্লাগস্ট্যান্ডে জাতীয় অর্ধনমিত এবং কালো পতাকা টানানো হয়। বিষয়টি সেতুকর্তৃপক্ষের কারো নজরে না পড়লেও টোলপ্লাজা অতিক্রমকারি যাত্রীবাহি শত শত যানবাহনের যাত্রীসাধারণ ও পথচারিদের নজর এড়ায়নি। আর অনেক কৌতুহলী মানুষকে এর ভিডিও এবং ছবি করতেও দেখাগেছে। পথচারী, বিভিন্ন বাহনের যাত্রী সাধারণ ও স্থানীয়দের মাঝে এঘটনায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা দিবসের আনন্দঘন দিনে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালোপতাকা টাঙ্গিয়ে দেশবাসীকে কি বার্তা দিতে চেয়েছেন, জাতিকে সন্মান, নাকি পাকি-প্রেমকস্টের বহি:প্রকাশ জনমনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এবিষয়ে পায়রা সেতুর টোল ব্যবস্থাপক (অবঃ) কর্নেল তারেক বলেন, একজন কর্মচারী পতাকা উত্তোলনে এমন ভুলটা করেছিল। নজরে আসার পরে ঠিক করা হয়েছে।