বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা)।। মাগুরায় টেবিলটেনিস প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।গত ২৪ মার্চ মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় টেবিলটেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদু-উর-রহমান,ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি,ফুটবল কোচ ইফনুস আলী ও জেলা টেবিলটেনিস কোচ আসিফ নেওয়াজ সাজিদ।
টেবিলটেনিস প্রতিযোগিতায় এবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের-৪০ জন শিক্ষার্থী ৩টি গ্রুপে অংশ গ্রহণ করে।১০ দিনব্যাপী টেবিলটেনিস প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।