etcnews
ঢাকাSunday , 24 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

তেতুলিয়া ও দারভাঙ্গা নদীতে অভিযান, ৩০ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

etcnews
March 24, 2024 7:59 am
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমটার ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে টানা দুই মাস এই অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ।
মৎস্য বিভাগ জানায়, এই নিষেধাজ্ঞা সফল করতে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ,মোঃ কামরুল ইসলাম এর দিকনির্দেশনা ও সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ২৩শে মার্চ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর, ও রাঙ্গাবালী থানার সহযোগিতায় , ইলিশ অভয়াশ্রমের তেতুলিয়া নদীর চর রুস্তম এলাকায় (রাঙ্গাবালী অংশে), ও চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা নদীতে অভিযান পরিচালনা কালে বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, চায়না দুয়ারী, মশারী জাল ও অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানের সময় মহিলারা ও জেলেরা আক্রমনাত্মকভাবে দলবদ্ধ হয়ে কিছু জাল তুলে নেয়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর অনুমতিক্রমে জব্দকৃত জাল গুলো চরমোন্তাজ লঞ্চ ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মোঃ সামিউর রহমান

এ বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সামিউর রহমান বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং নিষেধাজ্ঞা সফল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।