etcnews
ঢাকাSaturday , 2 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

দুমকিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

etcnews
March 2, 2024 3:54 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ )বিকেলে দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী ১ আসনের সাংসদ সদস্য এবি এম রুহুল আমীন হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ডক্টর হরুন অর রশিদ হাওলাদার ও সন্মানিত অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আঃ কাদের মোল্লা,

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা প্রেসক্লাব দুমকির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান বলেন যুব সমাজের উদ্যোগে এধরনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।

কেডিএফ এর ম্যানেজার মোঃ মাসুদ আলম জানান, আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো সুন্দর একটি খেলা উপহার দেয়ার জন্য দুমকি উপজেলার যুব সমাজকে ধন্যবাদ জানাই।

সৈয়দ তরিকুল কিংস এর ম্যানেজার সৈয়দ আমিনুল ইসলাম ও সার্বিক তত্ত্বাবধানে মোঃ হারুন অর রশীদ মোল্লা জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি।

ফুটবল টুর্নামেন্টে সৈয়দ তরিকুল কিংস দল ১-০ গোলে এইচ এস সি ২০২৩ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।