কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চুলাই মদ পানের একদিন পর বিষক্রিয়া হয়ে দুই মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, গত ২৯ ফেব্রুয়ারী রাতে ওই দুই কসাই চুলাই মদ পান করেন। এ ঘটনার একদিন পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাদের স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত দুজন হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আজিবর মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)।
তারা বর্তমানে কালিয়াকৈর পৌরসভার পূর্বসুন্দরা সরকারবাড়ি এলাকায় দুলাল উদ্দিন সরকারের কলোনিতে ভাড়া থেকে স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।
পরিবার সূত্রে জানা যায় , ওই দুজন প্রায় মদ পান করতেন। তবে অসুস্থ হয়ে পড়লে তাদের মুখে মদ অথবা কোন পদার্থের গন্ধ পাওয়া যায়নি। এদিকে চিকিৎসক ধারণা করেন, মদ পানের একদিন পর বিষক্রিয়া সৃষ্টি হয়ে তারা মারা গেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।