etcnews
ঢাকাSaturday , 2 March 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে অগ্নিকাণ্ড ছয়টি দোকান পুড়ে ছাই

etcnews
March 2, 2024 3:46 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি টিনসেড মারর্কেট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটের ৬ টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

শনিবার (২ মার্চ) উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। পরে মুহূর্তেই আগুন মার্কেটের ৬ টি কক্ষে ছড়িয়ে পরে।প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে,আগুন নিভাতে ব্যর্থ হলে, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়,খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ও আগুন লাগার কারন জানা যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।