etcnews
ঢাকাSaturday , 24 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় এক সন্তানের জননীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

etcnews
February 24, 2024 3:08 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের নুরুজ্জামান খাঁন’র ছেলে সোহান খাঁনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সুমাইয়া (২০) ওই এলাকার নাজমুল হাওলাদারের স্ত্রী। এবিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, স্থানীয় ক্ষমতাশীল দলের প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারী সুমাইয়া বলেন, বখাটে সোহান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ১১ টার দিকে সোহান তাদের বাড়ির পিছনে এসে লুকিয়ে থাকে। প্রকৃতির ডাকে বাহিরে গেলে বখাটে সোহান তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষনের চেষ্টা করে। এসময় ডাক চিৎকারে তার স্বামী ছুটে আসলে সোহান পরিধেয় পোশাক রেখে পালিয়ে যায়। প্রতিবেশী সেলিম খাঁন ও তার স্ত্রীসহ একাধিক লোকজন বখাটে সোহানকে পালিয়ে যেতে দেখেছে বলে জানান।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী অফিসার কলাপাড়া থানার এস.আই গোলাম মাওলা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।