কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “শিশুর সুন্দর শৈশব আমরা যেন খাঁচায় বন্দি না করি” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় দুইদিন ব্যাপী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ টি বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় পর্যায় সমমানের ভোরের শিশির-২০২৪ শিরোনামে কচিমুখ নাট্যাঙ্গন (ক না) এর আয়োজন করেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পৌর শহরের আনোয়র-উল-ইসলাম মিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ আনন্দ উৎসবের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও কচিকাঁচা শিক্ষার্থীদের প্যারোডের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন, কবিয়াল পটুয়াখালী সভাপতি জাহাঙ্গির হোসাইন মাষ্টার, আনন্দ নিকেতন ঢাকা এর সাধারন সম্পাদক কহিনূর ইসলাম শিল্পী, পশ্চিমবঙ্গ ভারত এর সব্যসাচী চৌধুরী, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এইচ. আর মুক্ত ও কচিমুখ নাট্যাঙ্গন’র উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী কল্যাণীসহ আরো অনেকে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গনমাধ্যম কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আগত ৮ জন প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কচিমুখ নাট্যাঙ্গন (ক না) এর নির্বাহী পরিচালক আতিকুর রহমান মিরাজ।
অনুষ্ঠান শেষে কলাপাড়ার ৮ জন গুনি ব্যক্তিদের সম্মানোনা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, রনধীর দত্ত, কালাচাঁদ চক্রবর্তী, দীলিপ কুমার ঘোষ, ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, নেছার উদ্দিন আহম্মেদ টিপু ও নূর হোসেন মাষ্টার। এছাড়া মৃত মোজাহার উদ্দিন বিশ্বাস এর সম্মানোনা ক্রেস্ট তার সুযোগ্য পুত্র রাসেল বিশ্বাসের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।