কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে জবাই করে হত্যার পর পিতা আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। বুধবার বিকালে উপজেলার হরিণহাটি এলাকায় চান মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। নিহত
ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) গাইবান্ধ জেলার গোবিন্ধ গঞ্জ থানার,শিবপুর কানিপাড়া গ্রামের বুলু
মন্ডলের কন্যা।
জানা যায়,গাইবান্ধ জেলার গোবিন্ধ গঞ্জ থানার,শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডল দীর্ঘদিন যাবত স্ত্রী ও সন্তানসহ কালিয়াকৈর উপজেলার হরিণ হাটি এলাকায় শশুর চান মিয়ার বাড়িতে বসবাস করে আসছে।বুধবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে বুলু মিয়া তার স্ত্রী সুমা আক্তারের সাথে ঝগড়া করছিল। এসময় তাদের স্কুল পড়–য়া কন্যা ইয়াসমিন আক্তার বৃষ্টি পিতা-মাতাকে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করতে নিষেধ করে। এক পর্যায়ে পিতা বুলু মিয়া ক্ষুব্ধ হয়ে তার কন্যা ইয়াসমিন আক্তার বৃষ্টিকে ধারালো
ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে । পরে বুলু মিয়া হাতে থাকা ছুড়ি দিয়ে নিজের গলায় পোচ মারে
এবং পেটে কয়েকটি ছুড়িকাঘাত করে আত্মহত্যা চেষ্টা চালায়। তাদের চিতকারে আশপাশের প্রতিবেশিরা ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় বুলুকে উদ্ধার করে টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ইয়াসমিন আক্তার বৃষ্টির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম
বিষয়টি নিশ্চিত করেছেন।