বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা)।। মাগুরায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বেরইল-পলিতা ইউনিয়নের দীঘলকান্দি নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কবি খোলায় জিতেন্দ্রিয় নাট মন্দিরে কালীপূজা উপলক্ষে কবি গান অনুষ্ঠিত হয়েছে।দীঘলকান্দি গ্রামের বাসিন্দা রতন পাল জানান,,জানামতে অনেক বছর ধরে ফাল্গুন মাসের শুক্লা পক্ষে এ স্থানে কালী মন্দিরে পূজার পরে প্রতি বছর কবি গান হয়ে আসছে।তারই ধারাবাহিকতায় এবছর একুশে ফেব্রুয়ারী বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত কবিগানের আয়োজন করা হয়।পাঁচ পাড়ার হিন্দু সম্প্রদায়ের সহযোগিতায় কালীপূজা ও কবি গানের সম্পন্ন হয়। বিভিন্ন এলাকা থেকে কবি গান শুনতে নারী-পুরুষ ভক্তরা অংশ গ্রহণ করে দীঘলকান্দি কবি খোলায়।এবারের কবি গান পরিবেশন ছিলেন কবিয়াল সঞ্জয় সরকার কোটালীপাড়া-গোপালগঞ্জ ও মনি শংকর সরকার খুলনা।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।