etcnews
ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

প্রথম প্রহরে রাঙ্গাবালী প্রেসক্লাবের ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

etcnews
February 21, 2024 7:24 am
Link Copied!

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, মিজানুর রহমান (নির্বাহী অফিসার) এর নেতৃত্বে উপজেলা প্রসাশন। ডাঃ জহির উদ্দিন আহম্মেদ (উপজেলা চেয়ারম্যান) এর নেতৃত্বে উপজেলা পরিষদ। মোঃ সাইদুজ্জামান মামুন খান (সাধারণ সম্পাদক) এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ। মোঃ কামরুল হাসান (সভাপতি) ও এম সোহেল (সাধারন সম্পাদক) এর নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব.

এরপর পর্যায়ক্রমে, , উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ করে ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।