কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন তালুকদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। একই রাতে ওই গ্রামের শাহিন হাওলাদারের বাড়িতেও চুরি হয়েছে। চোর চক্র দুই বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ ভরী স্বর্ন ও নগদ ৫২ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এর আগেও ওই ইউনিয়নের কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে, এ পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে।
মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন তালুকদারের মেয়ে কেয়া বলেন, দুপুরের খাবারের পরেই আমরা সবাই অসুস্থ হয়ে যাই। রাতে সকলেই প্রায় অচেতন অবস্থায় ছিলাম। ঘরের জানালা ভেঙ্গে চোরচক্র ঘরে প্রবেশ করে। তারা ঘরের সুকেচ ও ওয়াড্রপ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। তারা আমার গলায় থাকা স্বর্নের চেইনটি ছিনিয়ে নিয়ে যাবার সময় আমি জেগে উঠি। তখন আমি দুজন চোরকে স্পষ্ট দেখতে ও চিনতে পাই। তারা দূরের কেহ নয়, পার্শ্ববর্তী চিহ্নিত লোক।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, চুরির ঘটনা শুনেছি। চৌকিদারের মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।