etcnews
ঢাকাSunday , 18 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মাগুরায়-১৮৫ জন নারীর মধ্যে মুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান

etcnews
February 18, 2024 8:42 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরায়-১৮৫ জন নারী প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারকে মুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।গত শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আইসিটি বিভাগের “হার পাওয়ার”প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ কার্যক্রমের মাধ্যমে জেলার সদর,শ্রীপুর এবং মহম্মদপুর উপজেলার ১৮৫ জন নারীকে ছয় মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল,মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রোগ্রামারসহ-৩ জন উপকারভোগী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু,মোঃ আশরাফুল আলম বাবুল ফকির,সভাপতি, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।