etcnews
ঢাকাSaturday , 17 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

নাচোলে ইলামিত্র সংগ্রহশালার উদ্বোধন

etcnews
February 17, 2024 2:11 pm
Link Copied!

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ- তেভাগা আন্দোলনের বিপ্লবী নারী ইলামিত্রের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে মহিয়সী এ নারীর ইতিহাস তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলামিত্র সংগ্রহ শালার উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে উপজেলার কেন্দুয়া রাওতাড়া গ্রামে এ সংগ্রহশালার উদ্বোধন করেন,মন্ত্রী পরিষদের সচিব মো.মাহবুব হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে ইলামিত্র সংগ্রহ সংগ্রহ শালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।এছাড়া চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব হোসেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদের,নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার,মোহাইমিনা শারমিন( সাবেক ইএনও) ,সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য,ইলামিত্রের স্মৃতি বিজড়িত গ্রাম নাচোলের কেন্দুয়া রাওতাড়া গ্রাম।এ গ্রামেই বসেই ইলামিত্র বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তেভাগা আন্দোলন সংঘঠিত হয়েছিল। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত নাচোলের রাওতাড়া গ্রামে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।