কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রী মদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের স্মরণ ও শ্রীগুরু সংঘ খেপুপাড়া শাখা সংঙ্ঘের ৪৫ তম বার্ষিক উৎসব উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানসহ ৮ দিনব্যাপী ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। আট দিনব্যাপী বিশাল এই আয়োজনের চতুর্থ দিন (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শ্রী গুরু সংঘাশ্রিত খেপুপাড়া শাখা সংঘের গুরুভ্রাতা,ভগ্নি ও ভক্তবৃন্দদের অংশগ্রহণে গুরুদেবের বিগ্রহ সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শোভাযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির প্রাঙ্গণ থেকে শুরুহয়ে প্রথমে চিংগরীয়া সার্বজনীন দূর্গামন্দীর হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও মদনমোহন শেবাশ্রম প্রদক্ষিণ শেষে পূনরায় নাট মন্দিরে এসে শেষ হয়। এছাড়াও এ দিন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের মাঝে ফল ও পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপ্রকরণ বিতরণ করে শ্রী গুরু সংঘ।