কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বশির আহমেদ (৩৫) নামের এক যুবককে সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ইয়াবা চুরির অপবাদ দিয়ে ওই এলাকার সোহাগ, তার চাচা আলমসহ ৫/৬ জন একত্রিত হয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় ভিডিও কল দিয়ে মাস্টার মাইন্ড বিল্লাল হাওলাদারকে দেখানো হয় বলে হাসপাতাল বেডে শুয়ে কান্নাজড়িত কন্ঠে আহত বশির আহম্মেদ অভিযোগ করেন। পরে রক্তাক্ত ও জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। আহত বশির উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত্যু আব্দুল ওহাব মাতব্বরের ছেলে।
আহত বশির বলেন, ধুলাসার ইউনিয়নের সোহাগ ও বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের ইয়াবা সংক্রান্ত গোপন ব্যবসায়ের বিষয়ে তিনি জেনে যান। তার মুখ বন্ধ করতে উপজেলার বালিয়াতলী থেকে তুলে ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। একটি বদ্ধ ঘরে আটকে রেখে সে ইয়াবা চুরি করেছে এমন অপবাদ দিয়ে সিনেমা স্টাইলে তার উপর অত্যাচার করা হয়। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা, জখম ও রক্তাক্ত করা হয়। ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বিল্লাল হাওলাদার’র নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে। তিনি এসবের কিছুই জানেন না।
কলাপাড়া থানার তদন্তকারী উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, সংবাদ পেয়ে আহতকে দেখতে কলাপাড়া হাসপাতালে গিয়েছিলাম। তাকে বরিশাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।