বিশ্বজিৎ সিংহ রায়,(মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের সিনিয়র-জুনিয়রএবংবন্ধু মহল সহ এসএসসি-২০১৬ ব্যাচের আয়োজনে,,নবগঙ্গা-১৬ দলীয় লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।গত ৬ফেব্রুয়ারি বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।মহম্মদপুর ক্রিকেট একাদশ ও মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ নহাটা।টসে জিতে মহম্মদপুর ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে।মেসার্স খান এন্টারপ্রাইজ ব্যাট করতে নেমে ১৪-ওভারে১০-উইকেটে ৯৮ রান সংগ্রহ করে।জবাবে মহম্মদপুর ক্রিকেট একাদশ১৪ ওভার ৩ বলে৫ উইকেট হারিয়ে-১০৩রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।চ্যাম্পিয়ন মহম্মদপুর ক্রিকেট একাদশের খেলোয়াড় আশিক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।এই ক্রিকেট ম্যাচ টিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আমির হামজা ও মোস্তাফিজুর রহমান তমাল।খেলা শেষে উপস্থিত থেকে চ্যাম্পিয় মহম্মদপুর ক্রিকেট একাদশের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং একটি ভালো মানের খাসি, এছাড়া মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশকে রানার্স আপমপুরস্কার ও একটি খাসি প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ,হা,ম, হাদিউজ্জামান,সহকারী শিক্ষক মোঃ আহম্মদ উল্লাহ।১৬-ওভারের এই ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এ ফাইনাল ক্রিকেট ম্যাচ পরিচালনায় ছিলেন,জসিম,মামুন মোল্লা,মহব্বত সরদার তাপস,মামুন রেজা, আসিফ, সাকিব, রিফাত সহ আরো অনেকে।