etcnews
ঢাকাWednesday , 7 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

নবগঙ্গা১৬-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

etcnews
February 7, 2024 8:26 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়,(মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের সিনিয়র-জুনিয়রএবংবন্ধু মহল সহ এসএসসি-২০১৬ ব্যাচের আয়োজনে,,নবগঙ্গা-১৬ দলীয় লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।গত ৬ফেব্রুয়ারি বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।মহম্মদপুর ক্রিকেট একাদশ ও মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ নহাটা।টসে জিতে মহম্মদপুর ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে।মেসার্স খান এন্টারপ্রাইজ ব্যাট করতে নেমে ১৪-ওভারে১০-উইকেটে ৯৮ রান সংগ্রহ করে।জবাবে মহম্মদপুর ক্রিকেট একাদশ১৪ ওভার ৩ বলে৫ উইকেট হারিয়ে-১০৩রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।চ্যাম্পিয়ন মহম্মদপুর ক্রিকেট একাদশের খেলোয়াড় আশিক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।এই ক্রিকেট ম্যাচ টিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আমির হামজা ও মোস্তাফিজুর রহমান তমাল।খেলা শেষে উপস্থিত থেকে চ্যাম্পিয় মহম্মদপুর ক্রিকেট একাদশের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং একটি ভালো মানের খাসি, এছাড়া মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশকে রানার্স আপমপুরস্কার ও একটি খাসি প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ,হা,ম, হাদিউজ্জামান,সহকারী শিক্ষক মোঃ আহম্মদ উল্লাহ।১৬-ওভারের এই ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এ ফাইনাল ক্রিকেট ম্যাচ পরিচালনায় ছিলেন,জসিম,মামুন মোল্লা,মহব্বত সরদার তাপস,মামুন রেজা, আসিফ, সাকিব, রিফাত সহ আরো অনেকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।