etcnews
ঢাকাWednesday , 7 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

প্রাইভেটকারের চাপায় প্রাণ হারালেন কলেজ ছাত্র

etcnews
February 7, 2024 5:20 pm
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাফুজুর রহমান ওরফে সিয়াম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার বিকালে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের হাজরাবাড়ী নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম (২২) ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকার ফজলুল ইবনে নুরের ছেলে। সে ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিয়াম বিকেল বেলায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলযোগে ধনবাড়ী হতে মধুপুর যাচ্ছিল। হাজরাবাড়ী এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা ঢাকাগামী একটি দ্রত গতির যাত্রীবাহী বাস তাঁকে প্রথমে ধাক্কা দেয়। ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাক ও প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থালেই মারা যায় সিয়াম। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন বলেন, ‘‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর হয়েছে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।