কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পঁচিশ বছরে পদার্পন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যুগান্তর পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি অমল মূখার্জি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর মেয়র ও প্রেসক্লাব’র সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া অফিসার্স ইনচার্জ মো. আলী আহম্মেদ, প্রেসক্লাব’র প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সামসুল আলম, দেবদাস মুখার্জি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মো. মোহসীন পারভেজ, প্রেসক্লাব সদস্য গোফরান বিশ্বাস পলাশ, মো. এনামুল হক, যায়যায়দিন পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি চঞ্চল সাহা, কলাপাড়া সাংবাদিক ফোরাম সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া স্বজন সমাবেশ সভাপতি রুহুল আমিন ঢালী প্রমুখ। এসময় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ক্লাব ও স্বজন সমাবেশ’র সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।