দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ দেশের সর্বাধিক প্রচারিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘যুগান্তর’র ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় প্রেসক্লাব দুমকির হলরুমে জন্মদিনের কেক কাটা আলোচনা ও দোয়া-মাহফিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রেসক্লাব দুমকির উদ্যোগে প্রেসক্লাব দুমকির সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন, ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম( পিজেএফ)এর সাবেক তথ্য প্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রেসক্লাবে দুমকির সাবেক সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন ও সহ- সভাপতি মো: শহিদুল ইসলাম, সদস্য এম আমির হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি মো. মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রতিনিধি মো. সুমন, দৈনিক কালবেলা প্রতিনিধি, রাজিবুল ইসলাম রন্টি।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশীদ। আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।