etcnews
ঢাকাFriday , 2 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে কলমধারী ওয়াপদা খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ

etcnews
February 2, 2024 11:51 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের কলমধারী গ্রামের ওয়াপদা খালের উপর সেতুটি পিয়ার ক্যাপ ভেঙ্গে যানবাহন চলাচলে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সেতুটির বিভিন্ন স্থানের রেলিং ভেঙ্গে লোহার রড দেখা যাচ্ছে। সেতুর পিয়ার ক্যাপ ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছ।দুর্ঘটনা এড়াতে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে সেতুর প্রবেশ পথে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রকৌশলী এলজিইডি মহম্মদপুর অফিসের পক্ষ থেকে। এছাড়া সর্বসাধারণকে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় রাজাপুর ইউনিয়নের বড় কলমধারী গ্রামের বাসিন্দা মোঃকরিম খান জানান,,১৯৯১সনে সেতুটি নির্মাণ করা হয়েছিল।গত তিন মাস হলো সেতুটি ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সেতুটি নতুন করে নির্মাণের দাবী জানান তিনি। সেতুর দুই পাশে প্রবেশপথে বর্তমানে
মাটির দিয়ে উচু করে ভারী যানবাহন চলাচল বন্ধ করা
রাখা হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এলজিইডির দুজন পাহারাদার ভারী যানবাহন ঠেকাতে ডিউটি করছে।এই সেতুর উপর দিয়ে পার হয়ে অতি সহজে উপজেলা সদর বিভিন্ন দপ্তরে,জেলার সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যায় এবং ধোয়াইলমোড়,কানুটিয়া মোড়, রাজাপুর, বালিদিয়া, নহাটা, বিনোদপুর,বিভিন্ন ইউনিয়ন যাওয়া যায়।অনেক ভারী যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করে থাকে।সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় বিকল্প পথ ব্যবহার করে অনেক ঘুরে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের।৪নং-রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশাকিরুল ইসলাম বলেন,,অতি দ্রুত ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। এবিষয়ে মোহাম্মদ সাদ্দাম হোসাইন উপজেলা প্রকৌশলী এলজিইডি মহম্মদপুর অফিস তিনি জানান,,সেতুটি টি পিয়ার ক্যাপ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দেওয়ায় দুমাস সরকারি ভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।এই সেতুর সকল তথ্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠিয়েছি প্রশাসনিক ভাবে অনুমোদন দিলে সেতুটির কাজ করা সম্ভব হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।