etcnews
ঢাকাFriday , 2 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় এক সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ

etcnews
February 2, 2024 11:45 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের নূর ইসলাম মুসুল্লীর মেয়ে রাবেয়া (২২) এর সাথে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তার ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মোকসেদুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধু রাবেয়া খাতুন বাপের বাড়ী বেড়াতে এসে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হয়। ওতৎপেতে থাকা চাচাতো ভাই মোকছেদুল জোরপূর্বক তাকে পাশ্ববর্তী একটি খালি ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে মোকছেদুলের পরিবারের সদস্য রাকিবুল, আলী আহম্মেদ ও মিনারা বেগম একত্রিত হয়ে তাদেরকে বেধরক মারধর করেন। এতে গৃহবধু রাবেয়া খাতুন, তার ভাই শহিদুল ইসলাম, ভাইয়ের স্ত্রী মাহিনুর বেগম ও পিতা নূর ইসলাম গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় তারা কলাপাড়া হাসপাতালে ভর্তী হয়।

এবিষয়ে অভিযুক্ত মোকসেদুল বলেন, বিষয়টি সম্পূর্ন মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এধরনের নাটক সাজানো হয়েছে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।