etcnews
ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় যুবককে পিটিয়ে জখম

etcnews
February 1, 2024 1:13 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোতষ নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামে খালের মাছ ধরায় বাধাদিতে গেলে এমন ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনার জন্য একই এলাকার উত্তম,দিলিপ,সঞ্জয়,সঞ্জীব,মিলন,দিপক হালদারকে দায়ী করে আহত মনোতষ জানান, আমাকে যারা মেরে আহত করেছে তাদের মধ্যে মিলন হালাদার উল্টো হাসপাতালে এসে ভর্তি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সন্তোষ মিস্তিরি জানান, প্রায় ৮/৯ জনের দল এসে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এক পর্যায় মনোতোষের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
অপর বাসিন্দা অসিত খরাতী জানান,এ ঘটনার নেতৃত্বকারী উত্তম হালদার একজন দুষ্ট প্রকৃতির লোক। সে সব সময় সমাজের মধ্যে দ্বন্ধবাধীয়ে রাখে। আমরা এর সুষ্ঠ সমাধান চাই।
এবিষয়ে প্রতিপক্ষ উত্তম হালদারকে একাধিকবার ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার বলেন,মাছ ধরা নিয়ে একটি দ্বন্ধের ঘটনা শুনেছি। তবে কোন পক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।