মাগুরা প্রতিনিধি।। মাগুরার শালিখা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা এবং ইয়াবাসহ দুজন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
জানা গেছে,,গত বুধবার রাতে উপজেলার ছান্দড়া পূর্বপাড়া থেকে ১৪০ গ্রাম গাঁজাসহ শিপন সরদার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের আলিম ওরফে আদিল সরদারের পুত্র। অপরদিকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বাঘারপাড়া থানার হুলিহট্র গ্রামের হাসেম আলীর পুত্র রেজাউল ইসলাম(রাজু)কে শালিখা উপজেলা চতুল বাড়ীয়া বাজার থেকে রাতে আটক করে পুলিশ।
শালিখা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের দিক নির্দেশনায় এএসআই মিলন হোসেন ও এস আই লিটন গাজী উক্ত মাদক জব্দ করেন। ঘটনায় শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।