etcnews
ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ২১৫ বান টিন ও নগদ টাকা বিতরন

etcnews
February 1, 2024 1:06 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২১৫ বান টিন ও গৃহমঞ্জুরির জন্য ৬ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্ধ থেকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদে চত্বরের সামনে ৯৯ টি পরিবার ও প্রতিষ্ঠানকে এ ত্রান সামগ্রী দেয়া হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক, দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’র সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। অন্যান্যের মধ্যে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামীলীগ নেত্রী সালমা কবির, পৌর মহিলা কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলাবাসী সকলের দোয়া ও ভালোবাসায় এ জনপদের নেতা আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব আজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ জনপদের উন্নয়নে কাজ করা এখন আরো সহজ হয়ে গেছে। এজন্য তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার যে কোন সমস্যায় তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।