দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ মঙ্গলবার বাদ আসর আংগারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার কালভার্ট বাজার মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর কারামুক্তি ও সুস্থতা কামনায় দুমকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,জাকির আলম, সাইদুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আঃ জব্বার গাজী, বর্তমান যুগ্ম আহবায়ক দুলাল সিকদার, কৃষক দলের যুগ্ম আহবায়ক আঃ ওহাব, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুস সোবহান সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল মোল্লা প্রমূখ। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীসহ সকল অসুস্থ নেতাকর্মীদের রোগ মুক্তি সহ সকল কারাবন্দী নেতাদের মুক্তি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ছাইদুর রহমান । এসময় উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অনান্য অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।