কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখা’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব। শনিবার (২৭ জানুয়ারী) সকালে প্রতিমন্ত্রি’র বাসভবনের নিচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখা’র সভাপতি মাও. হেমায়েত উদ্দিন ও সাধারন সম্পাদক মো. নেছার উদ্দিন প্রতিমন্ত্রিকে সম্মানোনা স্মারক ও ফুল দিয়ে বরন করেন। এছাড়া বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ’র উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদকসহ ওলামালীগ, ইমাম মোয়াজ্জেম সমিতি ও কাজী সংগঠনের কলাপাড়া উপজেলা শাখা’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় যুব হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখা’র সাধারন সম্পাদক মো. নেছার উদ্দিন’র ছেলে তাসনিম ও তাহামিদ ছারছিনা দরবার শরীফের বড় হুজুর মাও. নেছারুদ্দিন আহম্মদ’র জীবনী সংবলিত বই প্রতিমন্ত্রি’র হাতে তুলে দেন।