রাজবাড়ী প্রতিনিধি “রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি” এই স্লোগান মানবিক সংগঠন মৌরাট ইউনিয়ন ব্লাড ডোনেশন সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টার সময় বাগদুলী স্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী ও কম্বল বিতর করা হয়।
মৌরাট ইউনিয়ন ব্লাড ডোনেশন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রামানিক, পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন, ব্লাড ডোনেশন সংস্থার উপদেষ্টা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী বৃন্দ।
রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে দুই বছর আগে প্রতিষ্ঠানটির পদযাত্রা শুরু করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যেই তারা কম্বল বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিয়ে আসছে। অতিথিরা সংগঠনটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।