কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে(২৫ জানুয়ারি) আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপি এম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সাইদুল রহমান সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক সজিবুর রহমান সৈকত,প্রধান শিক্ষক হুমায়ুন কবির,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরুল আমিন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বাংলার সেই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের মত জমজমাট পিঠা উৎসবের আয়োজন করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।
শতাধিক আইটেমের দেশীয় পিঠাসহ হাজারো পিঠার ব্যাপক সমারোহ ঘটে পিঠা উৎসবে।