কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচেতনা ছড়িয়ে দিতে প্রতিবছর ব্যাপকভাবে বিজ্ঞানমেলা আয়োজন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলা চত্বরে ওই আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরে কালিয়াকৈরে বিজ্ঞানমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলা নির্বাহি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুরাদ কবির,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গ্যাজেট উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে প্রধানমনত্রীর কারযালয় হতে বাসতবায়নাধিীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্রন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে ৩৩টি উপবৃত্তি সাইকেল বিতরণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।