বিশ্বজিৎ সিংহ রায়,মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়ার সৌজন্যে বিভিন্ন ইউনিয়নের-২শত জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।মহম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য উপজেলামপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল আলম,এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃতোজাম্মেল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।