কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রিপন চন্দ্র হাওলাদার (৩২) নামের এক মাইক্রো ড্রাইভার আহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত রিপন উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র হাওলাদারের পুত্র। এবিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, স্থানীয় মিঠু চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরী ও মৃত হারুন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের সাথে আহত রিপন চন্দ্র হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে তারা আহত রিপনের ক্ষতি করার চেষ্টা করে আসছিলো। ঘটনার দিন রিপন হাসপাতাল গেটের সামনে তাদের সমিতির অফিসে বসে ছিলো। এসময় ফয়সাল ও রাসেল হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তাকে অফিস রুম থেকে বের করে এলোপাতাড়ি মারতে থাকে। সন্ত্রাসীরা দেশীয় অস্র ও চাইনিজ কুঠার দিয়ে তার উপর হামলা চালায়। এসময় আহত রিপনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দিয়ে তারা পালিয়ে যায়।
কলাপাড়া থানা ওসি তদন্ত মো. মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে কিছু জানিনা। তবে, জেনে জানাবো।