etcnews
ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল সম্পাদক সাকিব

etcnews
January 20, 2024 1:50 pm
Link Copied!

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে “আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন” এর নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২০ জানুয়ারি কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নজরুল ইসলাম ও নাজমুস সাকিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট গ্রহন শেষে বিকাল ৫ টায় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অমল মুখার্জি, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন (রেহান), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সদস্য কবির তালুকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ফোরকান সিকদার।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি প্রিন্স তালুকদার ইভান, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, কোষাধ্যক্ষ মৈনুল হাসান নিরব, দপ্তর সম্পাদক সালমান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্মিতা রহমান, পরিবেশ দুর্যোগ ও জলবায়ু সম্পাদক রাওফিন রহমান।
নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।