মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুরে গার্লস গাইডস এ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।”প্রতিদিন অন্তত গোপনে একটি ভালো কাজ করো” লর্ড ব্যাটন পাওয়েল এই মহৎ উক্তিকে সামনে রেখে,একটি ভাল কাজে অংশগ্রহণ করলেন তারা।
কামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরব আলীর সভাপতিত্বে শীতবস্তু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।গার্লস গাইডস এ্যাসোসিয়েশন মাগুরা শ্রীপুরের স্থানীয় কমিশনার মোছাঃ মর্জিনা খাতুন এর সার্বিক পরিচালনায় এবং সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস,বিদ্যালয়ের প্রাক্তান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা সর্দার,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গার্লস গাইডসের সদস্য সহ বিভিন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।