কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুঃস্থ ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি কোডেক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় কোডেক স্থানীয় কার্যালয়ে ৫০ জন শীতার্ত অসহায় দরিদ্র,বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে এই কম্বল বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কোডেক সহাকারী পরিচালক মোঃ রাসেদুর রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোডেক এলাকা ব্যবস্থাপক মোঃ ইসমাইল শেখ। শাখা ব্যবস্থাপক মোঃ আকতারুজ্জামান সহ কোডেক এর অন্যান্য প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোডেক সহাকারী পরিচালক মোঃ রাসেদুর রেজা বলেন,কোডেক মুলত উপকূলীয় অঞ্চলে কাজ করে। কোডেক শুধু মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে না। এর পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে উপকূলীয় অঞ্চলে নানা কাজকরে থাকে। এছাড়াও কোডেক প্রতিবছর শীতার্ত দরিদ্র,বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে। এর ধারাবাহিকতায় আজকে আমরা ৫০ জন মানুকে কম্বল দিয়েছি। তাছাড়াও এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো ৭০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে নিশ্চিত করছেন।