কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা নামে সুতা তৈরির মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় ওই সুতার মিলে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও কারখানার শ্রমিকেরা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে, আগুন নিভাতে ব্যর্থ হলে কারখানার শ্রমিকেরা ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুই ঘন্টা চেষ্টার পর রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।