মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নে যশোবন্তপুর গ্রামে পীর আব্দুল আজিজ(রঃ)ঔরশ শরীফে ৯৭-তম বার্ষিকী ঔরশ অনুষ্ঠিত হয়েছে।প্রতিবছর বাংলা পহেলা মাঘ পলাশবাড়ীয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঔরশ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।ওই দিন দুপুরে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন শাখার পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী,অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তারিকুল ইসলাম চুন্নু,সাবেক ইউপি সদস্য মোঃ আবু সাদ পাখী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পীর আব্দুল আজিজিয়া (রঃ)ঈদগাহ ময়দানে উপস্থিত মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।