মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারী নিহত -১ আহত হয়েছে -২।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা পিকনিক স্পট এলাকায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারী নিহত -১ আহত -২।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অজ্ঞাত নামা ৩ ব্যক্তি চন্দ্রা পিকনিক স্পট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে ওই পথচারীরা হেঁটে চন্দ্রা স্ট্যান্ডে যাচ্ছিল। এমন সময় গাজীপুর থেকে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই অজ্ঞাত পথচারীর ৩ জনের ওপর দিয়ে ওঠে গেলে ঘটনাস্থলেই তিনজনই আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অহত দুজনকে সফিপুর মডার্ন হাসপাতলে ভর্তি করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে কোনাবাড়ি থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেল কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।