etcnews
ঢাকাSaturday , 13 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

উজিরপুরে পরিবহনে অভিযান চালিয়ে ৩ মাদক দ্রব্য ব্যবসায়ীদের গ্রেফতার করেন মাদকদ্রব্য অধিদপ্তর

etcnews
January 13, 2024 7:29 am
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা – বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে পরিবহনে অভিযান চালিয়ে ৪ কেজি গাজা ও ১৫০ ইয়াবা সহ ৩ মাদক দ্রব্য ব্যবসায়ীদের গ্রেফতার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ১২ জানুয়ারি শুক্রবার রাত ৮ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেইডিং পার্টি গঠন করে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে গাড়ীরোদ ও তল্লাশীকালে ঢাকা টু বরিশাল মহাসড়কের উপর ঢাকা হতে বরিশালগামী গুনগুন ট্রাভেলস (যার নং-ঢাকা মেট্রো ব -১৫- ৮৭০৭) পরিবহনে সন্দেহ করে যাত্রীদের তল্লাশি করে এ সময় ৩ যাত্রীকে মাদক দ্রব্য সহ গ্রেফতার করে।তারা হলেন মোঃ সবুজ হাওলাদার (২৮)পিতা- মৃত আনসার আলী হাওলাদার , গ্রাম – চর কাউয়া, উপজেলা – বরিশাল সদর, জেলা – বরিশাল মোঃ বিপ্লব, পিতা – মোঃ আব্দুল হান্নান, গ্রাম- দৌলতপুর, উপজেলা – কুমিল্লা সদর , জেলা- কুমিল্লা,২ জনকে পেটের সাথে পেঁচানো ৪ কেজি গাজাসহ গ্রেফতার করে।মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮), পিতা-মৃত ইদ্রিস মিয়া,গ্রাম- শুভপুর, উপজেলা – কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা গ্রেফতার করেন। গাজাসহ গ্রেফতারকৃত ২ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট সহকারী পরিচালক মোঃ আব্দুল মজিদ ও ইয়াবা সহ গ্রেফতারকৃত ১ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২ টি নিয়মিত পৃথক মামলা রুজুর করেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।