etcnews
ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে শত বছরের ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

etcnews
January 12, 2024 12:08 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ শত বছরের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলার স্থানের
আশ পাশের গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয় আত্মীয়-স্বজনের ভরে গেছে। মেলা শুরুর দিন থেকে প্রায় সপ্তাহ ব্যাপী এ মেলা চলবে বলে স্থানীয়রা জানান।
মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের সানু সরদার নামের এক ব্যক্তি শত বছর এই মেলা প্রতিষ্ঠা করেছেন।
উপজেলার বড়রিয়া গ্রামে ১০০ বছর ধরে পৌষ মাষের ২৮ তারিখে ঐতিহ্যবাহী এ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকার প্রায় ২০টি গ্রামে চলে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিনোদনের জন্য সাপখেলা, নাগরদোলা,চরকি,নৌকার দোল,পুতুলনাচ সহ বিভিন্ন যাদুও কমিডিয়ান শিল্পীদের উপস্থিতি দেখা যায়।এছাড়া মাছ মাংস মিষ্টি কসমেটিক সামগ্রী ফার্নিচার অনেক দোকান বসেছে মেলা স্থানে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে প্রায়-১৫ টি ঘোড়া এসেছে।মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দু-পাশে মাঠের মধ্যে হাজারো নারী-পুরুষ ও শিশু বৃদ্ধের উপচে পড়া ভিড় দেখা যায়।ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে মেলা কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি প্রভাষক পান্নু মোল্যা জানান, শত বছরের এই মেলা দেখতে অশপাশের কয়েক জেলার নানা শ্রেনীপেশার লাখো মানুষের আগমণ ঘটে। প্রশাসনসহ এলাকার সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মেলার কার্যক্রম চলছে। এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহানউল ইসলাম জানান,মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।