etcnews
ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

আমরা কলাপাড়াবাসী সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষনা

etcnews
January 12, 2024 12:05 pm
Link Copied!

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি আমরা কলাপাড়াবাসী সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪- ২০২৫ অনুষ্ঠিত হবে । নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ টি পদে অংশ গ্রহন করবেন প্রার্থীরা। ১১ জানুয়ারি সংগঠনটির এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচনে উপদেষ্টা থাকবেন কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন সংগঠনটির সাবেক সভাপতি মুহাম্মদ আল ইমরান। নির্বাচন কমিশনার হবেন সাবেক সভাপতি নেছার উদ্দিন ও মো.ওমর আলী।
শুক্রবার ১২ জানুয়ারি বিকাল ৪ টায় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক। পদ প্রত্যাশীরা আগামী ১৩ জানুয়ারি বিকাল ৪ টা থেকে ১৪.০১ রাত ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। ১৫ জানুয়ারি রাত ৯ টা প্রযন্ত ফরম জমা নেয়া হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ১৬/০১ চ‚ড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭,১৮ ও ১৯ তারিখ প্রচার প্রচারনা শেষে আগামী ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক বলেন, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। উৎসবমুখর পরিবেশে সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।