etcnews
ঢাকাThursday , 11 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

উজিরপুরে ট্রলির চাপায় স্কুল ছাত্রী নিহত। বিক্ষুব্ধ জনতায় ট্রলিতে অগ্নিসংযোগ করেন

etcnews
January 11, 2024 5:44 pm
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর টু সাতলা জি,সি সড়কে ইট বোঝাই ট্রলির চাপায় নুসরাত আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বিক্ষিপ্ত জনতা ট্রলিতে অগ্নি সংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পোন ৩ টার দিকে উজিরপুর সাতলা সড়কের শাকরাল এলাকার মাওলানা মোঃ খলিল হাওলাদারের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।নিহত নুসরাত আক্তার পরমানন্দ সাহা গ্রামের কৃষক সোহরাব হাওলাদারের মেয়ে এবং পাশের গ্রামের আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে অপর দুই সহপার্ঠী সুমনা আক্তার ও টুম্পা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুল থেকে হেটে বাড়ি ফিরছিলো নুসরাত আক্তার। সাকরাল গ্রামের মাওলানা মো: খলিল হাওলাদারের বাড়ির সামনের এলাকা অতিক্রমকালে বিপরীত মুখি ইট বোঝাই একটি বেপরোয়া ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুসরাত নিহত হয়। দুর্ঘটনার পর ট্রলির চালক কালাম হাওলাদার ও হেলপার সজল ভুঁইয়া পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনগন শান্ত হয়।বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।